যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে ১১৮ দশমিক ৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম (৫৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের রশিদের ছেলে। বিজিবি জানায়, রোববার রাতে যশোর বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানার বাউলিয়া বাজার থেকে শরিফুল ইসলামকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ১১৮ দশমিক ৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজারমূল্য ২০ লাখ ৭৫ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন