চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা এ প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করেন।
সভায় কৃষকেরা বলেন, ভূমিদস্যু ও অবৈধ বালু উত্তোলনকারী একটি চক্র কৃষিজমি দখল ও মাটি ভরাটের চেষ্টা করছে। তাদের বালু উত্তোলনের কারণে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে এবং নদীর পাড় ভাঙনের ফলে ফসলি জমি বিলীন হয়ে যাবে। কৃষিনির্ভর বাংলাদেশকে কৃষিহীন করার এই ষড়যন্ত্র চলতে দেওয়া হবে না।
মানববন্ধন শেষে এলাকাবাসী ও কৃষকেরা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন