আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল শনিবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, ‘দেশের সব কিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনের নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় টেস্ট। কেননা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘সামনের নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে।” সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে।’ নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা চাই, ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যেতে।’
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলার কর্মকর্তারা রংপুরের সমস্যা ও সম্ভাবনা পররাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন। সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. নেশারুল হক বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের সাহায্যে রংপুর থেকে বেশির ভাগ অদক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাড়ি দিচ্ছে। দক্ষ জনশক্তি তৈরি করতে ইংরেজি ও কোরিয়ান ভাষার পাশাপাশি জাপানিজ ভাষার কোর্স চালু করা হয়েছে।’ তবে এখানকার মানুষ মধ্যপ্রাচ্যে বেশি গমন করায় আরবি ভাষার কোর্স চালু করার প্রস্তাব করেন তিনি।
রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা দেশের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে থেকে পাঠানো রোগীদের ভোগান্তির কথা তুলে ধরেন। তিনি রংপুরে ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রস্তাব করেন। পাশাপাশি ১০০ শয্যার শিশু হাসপাতাল থাকলেও প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি নেই বলেও উল্লেখ করেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু ছাঈদ জানান, রংপুর বিভাগে চারটা কোম্পানির ৮১টি দুধ বিক্রয়কেন্দ্র আছে। এর মধ্যে রংপুরেই ৪৬টি। প্রতিদিন ১৯ হাজার টন দুধ উৎপাদন হয়, কোম্পানিগুলো নেয় সাড়ে তিন হাজার টন। বাকি দুধের জন্য রংপুরে দুটি ‘ডেইরি হাব’ স্থাপন করলে খামারিরা দুধের ন্যায্যমূল্য পেতেন জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রংপুরে ২ লাখ ৪০ হাজার হেক্টর জমির মধ্যে প্রায় ৭৯ শতাংশ জমিতে চাষাবাদ হয়। সারা দেশে মোট আলু উৎপাদনের ২৫ শতাংশ ও ভুট্টা উৎপাদনের ২৩ শতাংশ রংপুরে চাষ হয়। এ ছাড়া ২ হাজার হেক্টর জমিতে প্রতিবছর প্রায় ৩০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়। কিন্তু সংরক্ষণাগারের অভাবে ২৫ থেকে ৩০ শতাংশ সবজি নষ্ট হয়।’ তিনি সবজি ও ফল সংরক্ষণে পণ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি করেন। তিস্তা অঞ্চলের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ সমস্যা সমাধান ও সুফল পাব।’
এসব সমস্যার সমাধানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে দুটো খাতে বেশি গুরুত্ব দেওয়া দরকারÑ একটা শিক্ষা ও অন্যটা স্বাস্থ্য। বাইরের দেশে শিক্ষা ও স্বাস্থ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমরা পারছি না, তবে চেষ্টা করছি। চিকিৎসক, নার্সের সমস্যা নিরসনের অংশ হিসেবে স্বল্প সময়ে সাড়ে তিন হাজার নার্স ও তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেট বাড়ানো হয়েছে। আগামী বছর তা দেখা যাবে। আমরা কিছু প্রকল্প শুরু করেছি। আশা করছি, পরের সরকার তা ধরে রাখবে।’
প্রবাসে দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের মানুষ দক্ষ হয়ে বিদেশে যায় না। যার কারণে কম বেতন পায়। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি।’ এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে উদ্যোগ নেওয়ার কথা বলেন।
মতবিনিময় সভার শুরুতে ‘উত্তরাঞ্চলের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু রংপুর’ শিরোনামে প্রামাণ্যচিত্র দেখানো হয়। চার দিনের সফরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরে এসে পরদিন শুক্রবার রংপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিন বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করেন উপদেষ্টা। আজ রোববার দুপুরে উপদেষ্টা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে উপদেষ্টার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন