মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানাতে ‘বিজয় রিকশা র্যালি’ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর। গতকাল শনিবার দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির ঢাকা-১৩ আসনের উদ্যোগে গত শুক্রবার বিকেলে ব্যতিক্রমী এই রিকশা র্যালির আয়োজন করা হয়। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনের নেতৃত্বে শেরেবাংলা নগর আদর্শ স্কুল থেকে শুরু হওয়া র্যালিটি আদাবর, মোহাম্মদপুর, বছিলা, লালমাটিয়া এবং রায়ের বাজারসহ ঢাকা-১৩ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেনÑ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব সরদার আমিরুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। রঙিন সাজে সজ্জিত প্রায় শতাধিক রিকশায় ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ঢাকা-১৩ আসন থেকে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী আকরাম হোসাইন বলেন, বিজয়ের মাস ডিসেম্বর জাতির জীবনে এক অফুরন্ত প্রেরণার উৎস। ‘বিজয় রিকশা র্যালি’ শুধু বিজয়ের আনন্দ উদযাপনই নয়, বরং এটি আনন্দ, ঐক্য ও ইতিবাচক সামাজিক বার্তার প্রতীক। তিনি আরও বলেন, দেশের সব ফ্যাসিবাদবিরোধী শক্তির এখন ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, আর এই আয়োজন সেই ঐক্যেরই প্রতিফলনÑ যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন