দাঁত নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশে ভাইয়া গ্রুপের সমাজ কল্যাণমূলক সংস্থা ‘আলী-আরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজিত হয়েছে। ক্যাম্পে দাঁতের চিকিৎসাসেবা প্রদান করে ডেন্টাল ভিউ অর্থডোন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার। গতকাল শনিবার ভাইয়া গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবা গ্রহণ করেন।
ভাইয়া গ্রুপের উপপরিচালক রফিক মাসুদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান ১৯৭৫ সাল থেকে গত ৫০ বছর ধরে মানুষকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছি। সম্প্রতি ডেন্টাল ভিউ অর্থডোন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টারের সঙ্গে ভাইয়া গ্রুপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে ভাইয়া গ্রুপ পরিবারের সদস্যরা বিশেষ ছাড়ে এই চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে নানা সেবা গ্রহণ করতে পারবেন। আজকের (গতকাল) ক্যাম্প এই সেবারই একটি অংশ। এই সেবা ছিল সম্পূর্ণ বিনা মূল্যে। এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে দাঁত নিয়ে সচেতনতা বাড়ানো।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের আলী আরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাইয়া গ্রুপের বনানী এলাকায় অবস্থিত সব কার্যালয়ের এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প চালু করা হয়েছে। ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা আছে। ডায়াবেটিস ও চক্ষু সেবা নিশ্চিতে আরও কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ভাইয়া গ্রুপ সবসময়ই কর্মীবান্ধব পরিবেশ বাস্তবায়ন করতে চায়। এসব উদ্যোগ তারই প্রমাণ।’
ডেন্টাল ভিউ সেন্টারের চিকিৎসক (চিফ কন্সালেটন্ট ) ডা. ইমরান হোসেন বলেন, ‘আজকের (গতকাল) ক্যাম্পে সবাই আগ্রহের সঙ্গে চিকিৎসা নিয়েছেন। আমরা সাধ্যের মধ্যে সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে, দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন