রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) গতকাল শনিবার আয়োজিত করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ চাকরিমুখী আয়োজন ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৫’। তরুণ চাকরিপ্রত্যাশীদের স্বপ্নের প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ উৎসব।
এ বছর দেশের বিভিন্ন খাতের প্রায় ১৩০টি স্বনামধন্য দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান উৎসবে অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান ১২০০-এর বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চালাবে। আইইউবিএটির শিক্ষার্থী ও গ্রাজুয়েটরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে অন-স্পট সিভি জমা, প্রাথমিক বাছাই এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য এটি হবে প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের অনন্য সুযোগ, যেখানে তারা বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় দক্ষতা, যোগ্যতা ও ক্যারিয়ার প্রস্তুতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাবেন। দিনব্যাপী আয়োজনে ১০টি ক্যারিয়ার সেশন পরিচালনা করবেন অভিজ্ঞ এইচআর পেশাজীবীরা, পাশাপাশি অনুষ্ঠিত হবে শীর্ষ করপোরেট নেতৃবৃন্দকে নিয়ে একটি প্যানেল ডিসকাশন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন