ঝালকাঠি শহরের পুরোনো কলাবাগান এলাকায় নারী উদ্যোক্তা সেলিনা বেগমের ওপর হামলা, শ্লীলতাহানির চেষ্টা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ছাব্বির হোসেন ও তার ভাই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্বামীর মৃত্যুর পর তাদের সেমাই ও মুড়ির ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। এই সুযোগে আওয়ামী সরকারের আমলে ওই এলাকায় ক্ষমতাধর হিসেবে পরিচিত ছাব্বির হোসেন, তার ভাই সাদ্দাম হোসেন ও তাদের সহযোগীরা দীর্ঘদিন তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। সেলিনার দাবি, ‘ছাব্বির আমাকে বিভিন্ন সময় অশ্লীল ভাষায় গালাগাল করতেন এবং কু-প্রস্তাব দিতেন। বিষয়টি কাউকে জানাইনি সম্মানের ভয়ে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন