নাগেশ্বরীতে ৪ টন ডিএপি সার জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি)।
জানা যায়, গত শুক্রবার রাত ৯টায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ব্যাপারীটারী এলাকায় মেসার্স রাদিয়া ট্রেডার্সের গুদাম থেকে একটি নছিমনে করে ৮০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ডিএপি সার অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। সার বোঝাই নছিমনটি মাস্টার মোড় বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সেটি আটক করে। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ নছিমনটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন