পাকিস্তানে বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২১-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭৭ জন পুরুষ, ৪০ জন মহিলা এবং ১০৪ জন শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ, মারা গেছে ১৩৫ জন মানুষ। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা বলেছে, পাহাড়ি অঞ্চলে নতুন করে মেঘ ভাঙনের ফলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর এ কারণে হতাহত হয়েছে দুই শতাধিক মানুষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় দুই পুরুষ এবং তিন শিশু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৯২ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে পাঞ্জাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ, যেখানে ১৩৫ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৪৭০ জন। পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে বন্যায় অন্তত ৪ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুজন আহত হয়েছেন এবং ১৫ জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার গিলগিট-বালতিস্তান অঞ্চলের ডায়ামার জেলার বাবুসার এলাকায় বন্যার পানিতে পর্যটকদের কয়েকটি গাড়ি ভেসে যায়। এতে অনেকে নিখোঁজ হন।