ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

পাকিস্তানে শিশু হত্যার প্রতিবাদে সহিংসতা, নিহত ৭

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:১৭ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় এক শিশু মেয়েকে হত্যার ঘটনার প্রতিবাদ সহিংসতায় রূপ নেওয়ার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, গত রোববার সকালে তিরাহ উপত্যকার বাগ-ময়দান মারকাজে পাকিস্তান সামরিক বাহিনীর ব্রিগেড সদর দপ্তরের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয় কয়েকশ বাসিন্দা এক বালিকার মৃতদেহ নিয়ে বাগ-ময়দান মারকাজে সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরের সামনে হাজির হন। তাদের অভিযোগ, শনিবার উপত্যকাটির জখখেলের পীর মেলার দরবার এলাকায় নিরাপত্তা বাহিনীর মর্টারের গোলায় শিশুটি নিহত হয়েছে। তারা সেখানে অবস্থান নিলে এ হত্যাকা-ের প্রতিবাদ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবাদকারীদের মধ্যে একটি অংশ উত্তেজিত হয়ে উঠলে স্থানীয় মুরব্বিরা তাদের শান্ত থাকার আহ্বান জানান, কিন্তু তরুণদের ওই অংশটি তা অগ্রাহ্য করে ব্রিগেড সদও দপ্তরের সামনে পার্ক করে রাখা এক্সক্যাভেটরে আগুন দেয়।

এরপর তারা সামরিক ঘাঁটিটির মেইন গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ঘাঁটির পাহারায় থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা মব নিয়ন্ত্রণে গুলিবর্ষণ করেন। এতে অন্তত সাতজন নিহত ও আরও ১৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পাকিস্তান জাতীয় আইন পরিষদ ও প্রাদেশিক আইন পরিষদের স্থানীয় দুই প্রতিনিধি তিরাহ উপত্যকায় সামরিক অভিযানের বিরোধিতা করে স্থানীয়দের বাস্তুচ্যুত না করেই শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। পীর মেলার বাসিন্দারা জানিয়েছেন, গত দশ দিন ধরে তাদের এলাকায় জঙ্গি দমনের নামে নিরাপত্তা বাহিনী মর্টারের গোলা নিক্ষেপ করছে আর তাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। রোববারের এই হত্যাকা- কিংবা আগের দিনের মর্টার হামলার বিষয়ে স্থানীয় প্রশাসন বা সামরিক বাহিনী দাপ্তরিক কোনো বিবৃতি দেয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাত দিয়ে ডন জানিয়েছে, একটি এক্সক্যাভেটরে আগুন জ্বলতে দেখা গেছে।