দায়িত্ব নেওয়ার এক মাস না যেতেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু। তার মন্ত্রিসভা ঘোষণা হওয়ার এক দিনেরও কম সময়ের ব্যবধানে পদত্যাগ করলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানায়, সোমবার সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর লেকোর্নু পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তিনি ফ্রাসোয়াঁ বেয়ারুর সরকারের পতনের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এর মাত্র ২৬ দিন পর পদ ছেড়ে দেন। জাতীয় পরিষদের প্রায় সব রাজনৈতিক দলই লেকোর্নুর মন্ত্রিসভার গঠন নিয়ে তীব্র সমালোচনা করে। কারণ এটি মূলত বেয়ারুর আগের মন্ত্রিসভার প্রায় হুবহু অনুলিপি। অনেক দল হুঁশিয়ারি দেয় যে, তারা সংসদে তার সরকারকে সমর্থন করবে না। বর্তমানে বেশ কয়েকটি দল আগাম জাতীয় নির্বাচনের দাবি তুলেছে।
এমনকি কিছু দল প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগও দাবি করছে। তবে ম্যাক্রো বারবার বলেছেন, তিনি ২০২৭ সালে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পদে থাকবেন। ফার-রাইট ন্যাশনাল র্যালি দলের শীর্ষ নেতা সেবাস্তিয়ান শেনু বলেন, ম্যাক্রোকে এখন বেছে নিতে হবে হয় সংসদ ভেঙে আগাম নির্বাচন, নয়তো নিজের পদত্যাগ। লেকোর্নু আগে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং ম্যাক্রোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।