ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

খোকার প্রশ্ন

ফারহানা খান
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৩৫ এএম

খোকার প্রশ্ন
ফারহানা খান

খোকা বলে- আজকে মাগো
গল্প বলো চাঁদের।
চাঁদ-তারা না সূর্যটা মা
আকাশ হলো কাদের?
রাত জুড়ে তো চাঁদ-তারা,
আর সূর্য থাকে দিনে।
তাহলে মা, কে ই বা কবে
আকাশ নিলো কিনে?
চাঁদ-তারা আর সূর্যটা কি
রোজ করে গো, আড়ি?
চাঁদ-তারা রোজ আসছে রাতে
সূর্য গেলে বাড়ি।
মা হাসে আর জড়িয়ে ধরে
খোকার গালে চুমে।
ওরে বাবা! প্রশ্ন থামা-
এবার যা তুই ঘু্ম।ে