ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

সূর্য যখন একলা থাকে

আতিক আজিজ 
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৩৭ এএম

সূর্য যখন একলা থাকে
আতিক আজিজ 

সূর্য যখন একলা থাকে 
দূর পাহাড়ের ঢালে, 
ঝর্ণা ঝুঁকে বাজায় তালি
পাথরগুলোর গালে।

ঘুমকাতুরে রাত্রিগুলো
জ্যোৎস্না পেয়ে ওড়ে,
আকাশ-সীমা উবু হয়ে 
সাগর টেনে ধরে! 

আষাঢ় মাসের প্রথম ফোঁটা
ছাতিম পাতায় কাঁপে, 
চোখের মণি নড়ে-চড়ে
কদমফুলের মাপে!