স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির উদ্যোগে গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক’ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরিআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ। ড. সাইফুল্লাহ ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালনের গুরুত্ব এবং এ বিষয়ে ব্যাংকারদের করণীয় তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।