মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, সিপিএ এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি দুটিতে স্বাক্ষর করেন। গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তিগুলোর মাধ্যমে এখন থেকে মার্কেন্টাইল ব্যাংক প্রাণ-আরএফএল গ্রুপের সাপ্লায়ারস এবং পরিবেশককে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণসুবিধা প্রদান করবে।