সিনথেটিক ও ফ্যাব্রিকসের সমন্বয়ে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানিতে ২ শতাংশ নগদ প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এই সুবিধা চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) থেকে গত বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেসব পণ্য জাহাজীকরণ করা হবে, শুধু সেগুলোর ক্ষেত্রেই এই প্রণোদনা প্রযোজ্য হবে। এর বাইরে রপ্তানি হওয়া পণ্য এই সুবিধার আওতায় আসবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শুল্ক বন্ড বা ডিউটি-ড্র-ব্যাক সুবিধার আওতায় রপ্তানি করা পণ্যও এই নগদ সহায়তা পাবে। তবে প্রণোদনার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ ছাড়া অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রণোদনা বিতরণের সময় প্রযোজ্য নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও প্রধান কার্যালয়গুলোতে প্রয়োজনীয় নির্দেশনাও পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :