প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় ৩১ জুলাই ২০২৫ তারিখে প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত। তিনি ৭ আগস্ট ২০২৫ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র হস্তান্তর করেন। এ সময় ড. মো. সবুর খান তাকে নতুন পদে স্বাগত জানান ও অভিনন্দন জানান। প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল ২০০২ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগ দেন। দুই দশকের বেশি সময় ধরে একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বে থেকে তিনি বিভাগীয় প্রধান, সহযোগী ডিন এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা বাংলাদেশের ব্যবসায় শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চাঁদপুরের কৃতী সন্তান প্রফেসর মাসুম ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ ও বিবিএস সম্পন্ন করেছেন। তার একাডেমিক বিশেষজ্ঞতা মার্কেটিং, সার্ভিস মার্কেটিং, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং সোশ্যাল বিজনেসের ওপর বিস্তৃত।
আপনার মতামত লিখুন :