নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের দোকান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে এক মুদি দোকান মালিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সালমদি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদি বাজার এলাকার বাসিন্দা এবং ওই বাজারেই একটি মুদি দোকানের মালিক ছিলেন। তার মালিকানায় আরও তিনটি দোকান রয়েছে।
নিহতের ছেলে রাসেল জানান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের অনুসারী। তিনি একসময় তার বাবার কাছ থেকে তিনটি দোকান ভাড়া নেন। এর মধ্যে একটিতে বিএনপির কার্যালয় স্থাপন করা হয়। বাকি দোকানগুলোর ভাড়া পরিশোধ করা হলেও, বিএনপি কার্যালয়ের ভাড়া দীর্ঘদিন ধরে বকেয়া ছিল।
গতকাল বুধবার সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার ক্ষিপ্ত হয়ে প্রথমে জাহাঙ্গীর হোসেনকে চড় মারেন। পরে তোতা মেম্বারের ছেলে খোকন, রাসেল, ভাতিজা সাদ্দাম ও আলমসহ আরও কয়েকজন দলবেঁধে জাহাঙ্গীরকে অফিসের ভেতরে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেল আরও জানান, ভাড়ার বিষয়টি বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনকে জানানো হয়েছিল। তবে ঘটনার পর তোতা মেম্বার ও তার সহযোগীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও মাহমুদুর রহমান সুমন ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সেখানে কয়েকটি দোকান মিলে একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। বুধবার সকালে সে দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।