আগামী সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা। সনদের আইনি ভিত্তি দিয়ে না গেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘বাংলাদেশের কলঙ্ক’ হিসেবে বিবেচিত হবেন। তারা মন্তব্য করেন, সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কঠোর আন্দোলন গড়ার বাধ্যতামূলক পথ ভাবছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। জাতীয় নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে শহিদ ও আহত পরিবারের সম্মিলিত এই সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশকে এগিয়ে নিতে চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা রাস্তায় নেমেছেন, আহত হয়েছেন, জীবন দিয়েছেন। তাদের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বাদ পেয়েছি আমরা। কিন্তু সেই অভ্যুত্থান এখনো রাষ্ট্রীয় ও আইনি মর্যাদা পায়নি, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা ও অধিকার এখনো সুনিশ্চিত হয়নি। আমাদের জাতির জন্য এক অপমানজনক বাস্তবতা।
তারা বলেন, এই বিপ্লবী সরকারের প্রধান দায়িত্ব ছিল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে সেই যোদ্ধাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এক বছরের বেশি সময় অতিক্রম হওয়া সত্ত্বেও এই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হতে যাচ্ছে। যা এই বিপ্লবের অর্জনকে ঝুঁকিতে ফেলছে। রাজনৈতিক দলগুলো এখন জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে এসে শুধু নির্বাচনের জন্য উঠে-পড়ে লেগেছে। এটি বিপ্লবের আকাক্সক্ষার বিপরীত। অতিদ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনের আগেই এটি বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া বলেন, জুলাই বিপ্লবের প্রথম ও প্রধান কাজ ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু সেটি এখনো হয়নি। এটি আমাদের জন্য অপমানের, সেই সঙ্গে বিপ্লবকে ঝুঁকির মধ্যে ফেলে। জাতির বীরসন্তানদের সুরক্ষা ও বিপ্লবের অর্জনকে সফলতায় রূপ দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি অবধারিত। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আজ জুলাই সনদের জন্য সংবাদ সম্মেলন করতে হচ্ছে। এটি অত্যন্ত বেদনার। আমরা চাই জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন করতে হবে, এরপর নির্বাচন?’
এ সময় মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর বলেন, স্বাধীনতাসংগ্রামের যে আকাক্সক্ষা ছিল, তা বাস্তবায়ন হয়নি বলেই জুলাই বিপ্লব হয়েছে। এরশাদবিরোধী আন্দোলনের পরও এ দেশ ঠিক হয়নি। স্বাধীনতার সেই আকাক্সক্ষা পূরণের জন্যই এ বিপ্লব। আমরা চাই, দেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটি যেন আর না হয়। হাসিনা না পালালে আমরা হয়তো গুম, খুনের শিকার হতাম। তার পতনের মাধ্যমে প্রাথমিক বিজয় হয়েছে। আগামী দিনে যাতে নতুন করে রাস্তায় জীবন দিতে না হয়, সে জন্যই সংস্কার ও বিচার করতে হবে। শহিদ ও আহতদের স্বীকৃতি দিয়ে সনদের আইনি ভিত্তি দিতে হবে। তাদের মর্যাদা ও সুরক্ষার জন্যই এটি করতে হবে এবং তা নির্বাচনের আগেই দিতে হবে।’
শহিদ আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম বলেন, শহিদের রক্তকে মাড়িয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। যার মূল কাজ হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। কীভাবে এটি হবে, কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে সরকার কমিশন করে একটি বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। কিন্তু এখন বাস্তবায়ন নিয়ে দলগুলো একে-অপরের ওপর কাদা ছোড়াছুড়ি করছে। জুলাই সনদ নিয়ে তারা যা করছে আমরা অত্যন্ত মর্মাহত।
শহিদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাহমিন বলেন, আমরা জুলাই সনদ এখনো বুঝে পাইনি। সন্তানকে ছেড়েছি দেশের জন্য, কিন্তু এটির আইনি ভিত্তি না পেলে আমরা কোথায় যাব। আমাদের শহিদ পরিবার বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছে। রাজনৈতিক নেতারা বিদেশে যাবে, কিন্তু আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। কাজেই দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং অবশ্যই তা নির্বাচনের আগে।
শহিদ মোহাম্মদ মাহামুদুর রহমান খানের স্ত্রী মরিয়ম খানম বলেন, তিনটা বাচ্চা নিয়ে বর্তমানে জীবনযাপন করছি। আমাদের এখানে আসতে হবে সেটা ভাবিনি। আমরা সুরক্ষা, নিরাপত্তা চাই। নির্বাচনের আগেই অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমেই হোক, অবশ্যই জুলাই সনদের আইন ভিত্তি দিতে হবে।
শহিদ মো. আব্দুল হান্নান খানের ছেলে ড. সাইফ আহমেদ খান বলেন, স্বৈরাচার হাসিনার শাসনামল থেকে কত মানুষ চোখের সামনে বুকের তাজা রক্ত দিয়ে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। আমার বোনের সামনেই পুলিশ আমার বাবাকে গুলি করে হত্যা করে। আমরা চাই, জুলাই সনদ অতিদ্রুত সংবিধানে যুক্ত করা হোক। যাতে আমরা সুরক্ষা পাই।
শহিদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিন বলেন, বর্তমান সরকার অনেক দিন ধরে জুলাই সনদ নিয়ে কাজ করছে। কিন্তু আজও বাস্তবায়ন করতে পারেনি। এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। দেশের পরিস্থিতি আগের অবস্থার মতোই চলছে। মুদ্রার এপিঠ-ওপিঠ, কোনো পরিবর্তন নেই। নিশ্চয়ই এটি দেখার জন্য আমাদের সন্তানরা জীবন দেয়নি। অচিরেই আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন