নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফুট সড়কে একটি রোলস-রয়েস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে চারজন আহত হয়েছেন। গাড়িটির মালিক মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে ও মাস্কো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ। দুর্ঘটনায় আরিফসহ গাড়িতে থাকা চারজন আহত হয়েছেন।
গত শনিবার বিকেল ৪টার দিকের পূর্বাচলের সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন- আহমেদ আরিফ বিল্লাহ, তার ছেলে আহমেদ তাওয়াফ বিল্লাহ এবং আরিফ বিল্লাহর দুই বন্ধু রুম্মন হোসেন ও রোমান আহমেদ।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘গত শনিবার বিকেলে রূপগঞ্জের কাঞ্চন এলাকার নিজ বাড়ি থেকে মাস্কো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, তার ছেলে আহমেদ তাওয়াফ বিল্লাহ, আরিফ বিল্লাহর বন্ধু রুম্মান ও রুমানকে নিয়ে রোলস-রয়েস কোম্পানির বিলাসবহুল বৈদ্যুতিক কারে করে ঢাকা যাচ্ছিলেন। গাড়িটি পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সুলফিনা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন। তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
ওসি তরিকুল ইসলাম বলেন, সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার পর গাড়িটি থানা হেফাজতে রয়েছে। মালিকের কাছে গাড়ির কাগজপত্র চাওয়া হয়েছে। তবে উনারা এখনো থানায় আসেননি। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপপরিদর্শক তাপস কুমার কু-ু একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দেশে গত দুই দশকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আমদানি হওয়া সবচেয়ে দামি গাড়ি রোলস-রয়েস। বাংলাদেশে আসা এসব গাড়ির সব কটিই রোলস-রয়েসের বৈদ্যুতিক গাড়ি ‘স্পেক্টার’। একেকটি গাড়ির দাম চার থেকে সাড়ে চার কোটি টাকা। শুল্ক করারোপের পর রোলস রয়েস ব্র্যান্ডের এসব গাড়ি আমদানিতে সব মিলিয়ে খরচ পড়ে প্রায় ৮-১০ কোটি টাকা।
এনবিআরের দেওয়া তথ্য অনুসারের, সব মিলিয়ে বাংলাদেশে জুন পর্যন্ত মোট ১৪টি রোলস-রয়েস আমদানি করা হয়েছে। আমদানি করা এসব গাড়ি দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ও গাড়ি ব্যবসায়ীরা এনেছেন।