সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০১:০৬ এএম

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার চায় এনসিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০১:০৬ এএম

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার চায় এনসিপি

আগামী জাতীয় নির্বাচনেই দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স। কর্মসূচিতে প্রবাসীদের ভোটাধিকারের দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আরও ‘হার্ডলাইনে’ (কঠোর পথে) যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডায়াস্পোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। 

প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ৪০টি দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন) তারিক আদনান। তিনি নির্বাচন কমিশনের (ইসি) কাছে তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হলোÑ প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং এই প্রক্রিয়ার একটি সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ১৪ আগস্টের মধ্যে ইসিকে ঘোষণা করতে হবে; পোস্টাল ব্যালটে বা অনলাইনে প্রদত্ত ভোট যেন সময়মতো এবং স্বচ্ছতার সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত হয়, তা নিশ্চিত করতে হবে এবং প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার জন্য একটি স্থায়ী উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করতে হবে, যা ২০২৬-পরবর্তী নির্বাচনগুলো নিয়েও দীর্ঘ মেয়াদে কাজ করবে।

সংবাদ সম্মেলন থেকে ডায়াস্পোরা অ্যালায়েন্সের নতুন দুটি কর্মসূচিও ঘোষণা করেন তারিক আদনান। তিনি জানান, গতকাল থেকে আগামী ১৩ আগস্ট পর্যন্ত ‘আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব’ শীর্ষক অনলাইন ক্যাম্পেইন, প্রবাসী গণজমায়েত এবং ইসির কাছে প্রবাসীর চিঠি পাঠানো হবে। ১৪ আগস্টের মধ্যে রোডম্যাপ ও গাইডলাইন প্রকাশিত না হলে ১৫, ১৬ ও ১৭ আগস্ট ‘ডায়াস্পোরা রাইজিং ফর ভোটিং রাইটস’ শীর্ষক গ্লোবাল প্রটেস্ট (বৈশ্বিক প্রতিবাদ) অনুষ্ঠিত হবে। এতেও দাবি আদায় না হলে প্রয়োজনে আরও ‘হার্ডলাইনে’ যাওয়ার ঘোষণা দেন তিনি।

‘বৈষম্যবিরোধীদের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই’: সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গ্রেপ্তারের বিষয়ে এনসিপির প্রতিক্রিয়া জানতে চান একজন সাংবাদিক। এর জবাবে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বর্তমানে এনসিপির কোনো সম্পর্ক নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যার নিজস্ব সাংগঠনিক কাঠামো আছে। বিষয়টি জানার পরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কোনো অভিযোগ এলে তার সঙ্গে এনসিপিকে যুক্ত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিডিয়া ট্রায়াল’ ও অপপ্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তারিকুল। 

তিনি আরও বলেন, গুলশানের ঘটনাটিও এরই অংশ। এর মাধ্যমে এনসিপির গ্রহণযোগ্যতা বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। এই অপচেষ্টা প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও কোষাধ্যক্ষ এস এম সাইফ মোস্তাফিজ বক্তব্য দেন। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত হওয়া ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের মধ্যে দিলশানা পারুল বক্তব্য দেন।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গতকাল শনিবার আটক হন ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান এবং এক কিশোর। তাদের মধ্যে প্রথমজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক, অপর দুজন সদস্য। আর আব্দুর রাজ্জাক গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এরপর এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী গতকাল রাতেই গুলশান থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন। এই মামলায় রাতেই আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!