সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:৩৩ এএম

ফুটসালকে এগিয়ে নিতে চান ইরানি কোচ সাঈদ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:৩৩ এএম

ফুটসালকে এগিয়ে নিতে চান ইরানি কোচ সাঈদ

বাংলাদেশের ফুটসালকে এগিয়ে নিতে চান নতু নিয়োগ পাওয়া ইরানি কোচ সাঈদ খোদারাহমি। গতকাল এই নতুন কোচকে সংবাদ সম্মেলনে সবার সঙ্গে পরিচয় করে দেয় বাফুফে।

ইরানি কোচ সাঈদ খোদারাহমিকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। স্বল্প আয়তন ও সময়ের ফুটসাল খেলা এখন বিশ্বের অনেক দেশেই জনপ্রিয়। ইরানে ফুটসালের জনপ্রিয়তা বোঝাতে কোচ সাঈদ বলেন, ‘আমার শহরেই এক হাজার ফুটসাল স্টেডিয়াম। ইরানে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অনূর্ধ্ব-১২ পর্যন্ত ফুটসাল প্রতিযোগিতা হয়।’ বাংলাদেশে এখনো ফুটসালের কোনো কাঠামোই নেই।

তাই বাংলাদেশের ফুটসালের নতুন এই যাত্রাকে ‘জন্ম’ হিসেবে আখ্যায়িত করেছেন এই কোচ, ‘বাংলাদেশ ফুটসালে শিশু। ইরান সেই হিসাবে বিশ্ববিদ্যালয়। আমার চেষ্টা থাকবে বাংলাদেশের ফুটসালে উন্নতি করা।’ ফুটসাল নিয়ে বিস্তর জানাশোনা সাঈদের। এক যুগের বেশি সময় তিনি এএফসির ফুটসাল ইনস্ট্রাকটর। মিয়ানমার জাতীয় নারী ও পুরুষ ফুটসাল দলের কোচ ছিলেন পাঁচ বছর।

বাংলাদেশের আঙ্গিকে বেশ হাইপ্রোফাইল কোচই তিনি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এ জন্যই মূলত এসেছি। মিয়ানমারে যখন দায়িত্ব নিয়েছিলাম, একই অবস্থায় ছিল। পাঁচ বছর পর তাদের অবস্থার উন্নতি হয়েছে। আমি চাই বাংলাদেশের মানুষও একদিন সাঈদকে মনে রাখবে।’ ভাঙা ভাঙা ইংরেজিতে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইতিহাস-বাস্তবতার উদাহরণের মাধ্যমে বেশ বড় ব্যাখ্যাই দিয়েছেন। একটু লম্বা হওয়ায় বাফুফে সভাপতির কাছ থেকে দুই মিনিট সময় চেয়ে নিয়েছিলেন। সেটা অতিবাহিত হওয়ায় খানিকটা মজা করে বলেন, ‘শিক্ষক (কোচদের ইনস্ট্রাকটর) তো, একটু বেশি কথা বলার অভ্যাস।’ ফিফা-এএফসি গাইডলাইনে বাফুফে ফুটসাল কমিটি রাখলেও সেভাবে কার্যক্রম দৃশ্যমান হয়নি। ২০০৮ সালে একটি ঘরোয়া লিগ ছাড়া কিছু করেনি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ নিয়োগের মাধ্যমে ফুটসালকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করলেন, ‘আমরা সামনে ফুটসাল লিগ আয়োজন করব। পুরুষদের পাশাপাশি নারী ফুটসাল দল এবং লিগও হবে। বিশ্ব যেভাবে চলছে, আমাদেরও সেভাবে চলতে হবে।’ স্ট্যান্ডার্ড ফুটবলেই বাফুফের ভেন্যুর সংকট। সেখানে ফুটসালে তো নিজস্ব কিছুই নেই। হ্যান্ডবল ও মিরপুরের ইনডোর স্টেডিয়ামই বাফুফের ভরসা। অবকাঠামো নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা নিজেরা এবং সরকার উভয়ে একসঙ্গে কাজ করে বিষয়টি এগিয়ে নেব।’ বাংলাদেশ পুরুষ ফুটবল দল কখনো এএফসি আসরে খেলেনি। সেপ্টেম্বরে মালয়েশিয়ায় এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ।

এই টুর্নামেন্ট সামনে রেখেই মূলত তিন মাসের জন্য ইরানি কোচ এনেছে বাফুফে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!