জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টম অ্যান্ড এক্সাইজ ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। গতকাল বুধবার এনবিআরের কাস্টম ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপকমিশনার এইচ এম আহসানুল কবীরকে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) থেকে বদলি করে কাস্টম বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ পদায়ন করা হয়েছে। সহকারী কমিশনার দিবাকর হালদারকে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম থেকে বদলি করে কাস্টম বন্ড কমিশনারেট, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।
সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) আকছির উদ্দিন মোল্লাকে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম থেকে বদলি করে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে পদায়ন করা হয়েছে।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের জের ধরে তার আগে গত সোমবার দুই ধাপে ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অফিসের ‘দাপ্তরিক কাজে বাধা দেওয়া ও সংগঠনের ভূমিকা পালনের মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় এই সিদ্ধান্ত’ গ্রহণ করেছে এনবিআর। এনবিআর ঐক্য পরিষদের আন্দোলনের জেরে গতকাল পর্যন্ত ১৩৯ জনকে বদলি করা হয়েছে।
তবে গতকালের প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবমুক্তি ও যোগদানের কপি এনবিআরের কাস্টম ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।