ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ব্যবস্থা নিতে ৯ নির্দেশনা দিয়ে  বিটিআরসিকে মন্ত্রণালয়ের চিঠি 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১২:২২ এএম

৯টি নির্দেশনা দিয়ে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (পিটিডি) টেলিকম শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ফয়েজ আহমদ তৈয়্যব) নির্দেশনাগুলো প্রদান করেছেন। গত ১০ আগস্টের ওই চিঠিতে নির্দেশনাগুলো বিটিআরসি কর্তৃক বাস্তবায়নযোগ্য বলেও উল্লেখ করা হয়। সূত্র বলছে, আজ (সোমবার) বিটিআরসিতে নির্ধারিত কমিশন সভায় নির্দেশনাগুলোর বিষয়ে আলোচনা হবে। 

৯টি নির্দেশনার মধ্যে প্রথমেই মোবাইল নেটওয়ার্ক পোর্টেবিলিটি (এমএনপি) সেবাপ্রদানকারী ইনফোজিলিয়ন টেলিটেক বিডির বিজ্ঞাপন দিতে না পারার শর্ত প্রত্যাহার করতে বলা হয়। দ্বিতীয় নির্দেশনায়, ‘ন্যাশনাল নেটওয়ার্ক সার্ভেল্যান্স ফর ল’ফুল ইন্টারসেপশন’ পর্যালোচনার অনুরোধ জানিয়ে এরিকসনের দাখিলকৃত আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়। ৬০০ মেগাহার্জ তরঙ্গের নিলাম কার্যক্রম ত্বরান্বিত করা এবং এ-সংক্রান্ত কোনো মামলা থাকলে সেটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় তৃতীয় নির্দেশনায়। 

চতুর্থ নির্দেশনায় ‘কোয়ালিটি অব সার্ভিস’ বা সেবার মানসংক্রান্ত নতুন তালিকা প্রস্তুত করতে বলা হয় বিটিআরসিকে। পঞ্চম নির্দেশনায় প্রস্তাবিত টেলিকম পলিসির আলোকে প্রয়োজনীয় গাইডলাইনের খসড়া প্রণয়ন করতে বলা হয়। আর ষষ্ঠ নির্দেশনায় প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করে টেলিযোগাযোগ আইনের খসড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দ্রুত প্রেরণ করতে বলা হয় বিটিআরসিকে।

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিটিআরসির যেসব কর্মকর্তার বিরুদ্ধে ইতোপূর্বে তদন্ত হয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে উল্লেখিত সুপারিশের আলোকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সপ্তম নির্দেশনায়। 

শেষ দুটি নির্দেশনা স্যাটেলাইট এবং স্টারলিংকসংক্রান্ত। স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ভিস্যাট (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল) ফি’র হার হ্রাসক্রমে স্টারলিংকের জন্য নির্ধারিত ফি’র সাথে সামঞ্জস্যপূর্ণভাবে পুনঃনির্ধারণ এবং বাণিজ্য মন্ত্রণালয়কে স্যাটেলাইট কোম্পানির পণ্য বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে ‘এইচ এস কোড’-এ প্রদত্ত ৫৬ শতাংশ শুল্ক কমিয়ে স্টারলিংকের পণ্য আমদানির সমপর্যায়ে নামিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয় অষ্টম ও নবম নির্দেশনায়। 

এসব নির্দেশনার বিষয়ে যোগাযোগ করা হলে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাইসাপেক্ষে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রোববার রূপালী বাংলাদেশকে তিনি বলেন, ‘ইনফোজিলিয়নকে বিজ্ঞাপন দিতে না পারার শর্ত প্রত্যাহার করতে বলা হয়েছে কিন্তু বিটিআরসি থেকে এমন নির্দেশনা দেওয়া আছে বলে আমার জানা নেই যার আলোকে ইনফোজিলিয়ন বিজ্ঞাপন দিতে পারবে না। ল’ফুল ইন্টারসেপশন নিয়ে এরিকশনের বিষয়টি যাচাই-বাছাই করে দেখতে হবে। বাকিগুলোর বিষয়েও বিটিআরসির পক্ষ থেকে যা করা সম্ভব, সেগুলো করা হবে।’