চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, গঠনতন্ত্র সংশোধনসহ প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগিরই ভোটার তালিকা হালনাগাদ ও প্রার্থিতা জমা দেওয়ার সময়সূচি প্রকাশ করা হবে। নির্বাচনের তদারকিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি কমিশন কাজ করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর নির্বাচনের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আবাসিক হলে বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে।
মাহবুব আলম নামে এক শিক্ষার্থী বলেন, ‘চাকসু নির্বাচন আমাদের অধিকার। এতদিন পর ভোট দিতে পারলে বিশ্ববিদ্যালয়জীবনের নানা সমস্যার সমাধান চাইতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সাংবাদিকদের জানান, ‘শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’