রাজধানীর হোটেল সোনারগাঁওসংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন ও পরিবেশকর্মী আমিরুল রাজিবসহ ৯ জনের করা এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
পান্থপথের পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ ও পরিবেশ হুমকির বিষয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
আদালতের আদেশের পরে জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, এই আদেশে হাতির ঝিলের যে অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলছে এবং পান্থকুঞ্জে কোনো প্রকার নির্মাণকাজ চালানো স্থগিত করতে বলা হয়েছে।