ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি (লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, শসা) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ শত কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল ৩টার সময় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সে সময় ২০০ কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং পর্যায়ক্রমে বাকি ৩০০ কৃষককে দেওয়া হবে বলে জানান কৃষি অফিসার। বীজ-সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন