ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

পৃথিবীর শেষ পথ

অন্যরকম ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৩৮ এএম

গোলাকার কমলালেবুর মতো এই পৃথিবীর শেষ কোথায় জানেন? একেক দিকে একেক দেশ বা স্থান পৃথিবীর শেষ সীমানা। পৃথিবীর শেষ মিশে গিয়েছে অসীমে। ভূ-বিজ্ঞানীরা দিলেন সেই রাস্তার হদিস। ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন, ই-৬৯ হাইওয়ে বিশ্বের অন্যতম উত্তরের রাস্তা, যা নরওয়ের ফিনমার্ক প্রদেশে অবস্থিত। ই-৬৯ হাইওয়ে, এটি এমন একটি রাস্তা যা উত্তর মেরুর কাছে গিয়ে শেষ হয়। এই মহাসড়কটি পৃথিবীর অন্যতম নির্জন ও অদ্ভুত প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে চলে, যা একে পৃথিবীর শেষ রাস্তা হিসেবে পরিচিত করেছে।

ই-৬৯ হাইওয়ে নরওয়ের উত্তরাঞ্চলের হোনিংসভাগ থেকে শুরু হয়ে নর্ডক্যাপ পর্যন্ত বিস্তৃত। নর্ডক্যাপ ইউরোপের মূল ভূখ-ের উত্তরতম বিন্দু হিসেবে পরিচিত। এই রাস্তার দৈর্ঘ্য প্রায় ১২৯ কিলোমিটার এবং এটি বেশিরভাগই বরফাচ্ছন্ন, তুষারাবৃত প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে চলে। এখানে মানুষ প্রকৃতির অপার সৌন্দর্য এবং ভয়াবহতার মিশ্রণ অনুভব করতে পারে। বরফাচ্ছন্ন আর্টিক অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তা প্রকৃতিপ্রেমী এবং দুঃসাহসিক ভ্রমণকারীদের জন্য এক বিশেষ আকর্ষণ।

এই হাইওয়ের একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। এখানে একটি ক্লিফ (পাহাড়ি ঢাল) রয়েছে, যা উত্তর মেরুর দিকে মুখ করে রয়েছে। পর্যটকেরা এখানে এসে মধ্যরাতের সূর্য এবং বরফময় প্রকৃতির অসাধারণ দৃশ্য উপভোগ করেন। এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় আশপাশে তুষার, সাগর, এবং কিছু পাহাড় ছাড়া খুব বেশি কিছু দেখা যায় না। এর নির্জনতা আর বিস্তৃত প্রকৃতি একে পৃথিবীর শেষ রাস্তা হিসেবে অনুভব করায়। পাশাপাশি, এখানে শীতকালে ৬ মাস অন্ধকার থাকে, গ্রীষ্মকালে ৬ মাস সূর্য দেখা যায়। শীতকালে যেমন এখানে কোনো দিন নেই, তেমনই গ্রীষ্মকালে এখানে কোনো রাত নেই। শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোয় এবং গ্রীষ্মে তা পৌঁছোয় শূন্য ডিগ্রিতে। ‘ই-৬৯ হাইওয়ে’ তৈরির পরিকল্পনা শুরু হয় ১৯৩০ নাগাদ। ১৯৩৪ সালে হাইওয়ে তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে রাস্তার সম্প্রসারণ হয়েছে ধীরে ধীরে।