শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:২৬ এএম

হাতে কাজ নেই বুবলীর

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:২৬ এএম

হাতে কাজ নেই বুবলীর

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে নায়িকা হয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। চিত্রতারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করে বুবলী রাতারাতি আলোচনায় আসেন। তার শুরুটা ভালো হলেও বেশ কয়েক বছর ধরে মন্দা যাচ্ছে নায়িকার সময়। ব্যক্তিগত জীবনের বিষয়গুলো আলোচনায় আসার পর থেকেই ভালো কাটছে না তার সময়।

বুবলী অভিনীত মুক্তিপ্রাপ্ত ‘তালাশ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘লোকাল’, ‘ক্যাসিনো’, ‘প্রহেলিকা’, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘রিভেঞ্জ’ ও ‘জংলি’ নামের শেষ সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে দু-একটা সিনেমা মন্দের ভালো চললেও ব্যবসায়িক ভাবে থুবড়ে পড়ে।

বর্তমানে বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে নির্মিত ‘শাপলা শালুক’ সিনেমাটি। সম্প্রতি এর নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে। রাশেদা আক্তার লাজুক পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবার অভিনেতা আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।
এদিকে, ২০২১ সালের নভেম্বরে শুরু হওয়া বুবলী অভিনীত ‘কয়লা’ সিনেমার কাজ আজও শেষ হয়নি। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো নিরবের সঙ্গে জুটি বাঁধেন বুবলী। এই জুটির ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ মুখ থুবড়ে পড়েছিল। তৃতীয় সিনেমা ‘কয়লা’র খবর নেই অনেক দিন ধরেই। কবে নাগাদ সিনেমাটির কাজ শেষ হবে জানা যায়নি।

এই দুটি সিনেমা ছাড়া বতর্মানে বুবলীর হাতে নতুন কোনো কাজ নেই। বলা যায়, নতুন কাজের সংকটে বুবলী! যে কারণে সম্প্রতি তিনি প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘ময়না’। এতে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনকে। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন আকাশ সেন। সুকণ্ঠী গায়িকা সোমনূর মনির কোনালের সঙ্গে গানটি গেয়েছেন নিলয় ডি রকস্টার।
গতকাল ‘ময়না’ শিরোনামের গান-ভিডিও ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশের কথা থাকলেও মাইলস্টোন ট্র্যাজেডির কারণে তা স্থাগিত করা হয়। শিগগিরই নতুন তারিখ ঘোষিত হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এই নির্মাতার ‘খেলা হবে’ নামের সিনেমায় অভিনয়ের কথা বুবলীর। টিএম ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনার করবেন গানবাংলার কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। কিন্তু পট পরিবর্তনের পর অনিশ্চয়তায় এই সিনেমার কাজ। গত সেপ্টেম্বরে ভারতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ক্যামেরা চালু হয়নি। কারণ, এরই মধ্যে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন সংগীতশিল্পী তাপস। সম্প্রচার বন্ধ রয়েছে তার চ্যানেলটি। যে কারণে সিনেমাটি আর হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা।

মিউজিক ভিডিও প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘শিল্পীর কাজ হল নিজেকে নতুনভাবে উপস্থাপন করা। সিনেমায় গানগুলোতে কাজ করেছি অনেক, কিন্তু মিউজিক ভিডিওতে একেবারেই নতুন অভিজ্ঞতা। একদম আলাদা একটা মাধ্যম। অনেক আগেই বিভিন্ন প্রস্তাব পেয়েছি, করিনি। কিন্তু ‘ময়না’ গানের কথাগুলো শুনেই রাজি হয়ে যাই। আসিফ ভাই, পরিচালক তানিম রহমান অংশু সবার সঙ্গে মিলে আলোচনা করে এই কাজটি করেছি। আমার প্রিয়শিল্পী কোনাল আপু এই গানটি গেয়েছেন, গানটা একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!