ইসলামি গান তথা নাশিদ অঙ্গনের পরিচিত মুখ গাজী আনাস রাওশান এবার ফিলিস্তিনের বর্তমান নির্মম পরিস্থিতি নিয়ে একটি জাগরণমূলক গান নিয়ে এলেন। ‘জাগো রে জাগো রে, ভাসাও সাগরে মুসলিম তব তরী, ভেঙে ফেল বাঁধ, ডাকিছে জিহাদ গর্জিছে রণভেরী!’ কথামালায় গানটি রচনা করেছেন হাবিব মোস্তফা, সুরারোপ করেছেন নাবিল আদনান। হ্যাভেন টিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নান্দনিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে।
গানটির শিল্পী গাজী আনাস রাওশান বলেন, ‘ডাকিছে জিহাদ, বাঁচাও ফিলিস্তিন’ গানটি কোনো সহিংসতার আহ্বান নয়, বরং এটি জেগে ওঠার ডাক। ফিলিস্তিনে যখন রক্ত ঝরে, যখন মানবতা পদদলিত হয় তখন শিল্প, কবিতা, গান হয়ে ওঠে প্রতিবাদ-প্রতিরোধের ভাষা। এই ইসলামি জাগরণী গানটি ফিলিস্তিনের শহিদদের স্মরণে, নির্যাতিতদের জন্য প্রেরণা হয়ে বাজুক সারা দুনিয়ায়: এ আমাদের চাওয়া।
গানটি সম্পর্কে হাবিব মোস্তফা বলেন, ধর্ম-বর্ণ-বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে যেকোনো সংবেদনশীল মানুষের মনে ফিলিস্তিনের ওপর চলমান বর্বরতম নির্যাতনের চিত্র রক্তক্ষরণ ঘটাবে। একজন সংস্কৃতিকর্মী হিসেবে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ প্রতিবাদ জানানোর মাধ্যম হিসেবে গানটি লিখেছি। নাবিল আদনান হৃদয়গ্রাহী সুর করেছেন। গাজী আনাস রাওশানের দরাজ ও সুরেলা কণ্ঠে গানটি একটি অনন্য অসাধারণ মাত্রা পেয়েছে। গানটি শুনে শ্রোতাদের অনুভূতিতে প্রতিবাদের বারুদ জ্বলে উঠলেই আমাদের শ্রম সার্থক হবে। মানবতার জয় হোক, জুলুমের অবসান হোক: এই আমাদের চাওয়া।
আপনার মতামত লিখুন :