এ প্রজন্মের সময়ের অন্যতম সেরা উপস্থাপিকা শান্তা জাহান। আজ থেকে এক দশকের বেশি সময় আগে পেশাগতভাবেই উপস্থাপনায় তার যাত্রা শুরু হয়। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ে নিজেকে সম্পৃক্ত রাখলেও শেষ পর্যন্ত উপস্থাপিকা হিসেবেই নিজের ক্যারিয়ার বেছে নিয়েছেন তিনি। যে কারণে উপস্থাপক হিসেবেই তিনি দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছেন।
এরই মধ্যে শান্তা জাহান উপস্থাপিকা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ভ্রমণ করেছেন লন্ডনও। এবা লন্ডনভিত্তিক একটি ‘শিক্ষাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান’র শুভেচ্ছাদূত হয়েছেন শান্তা। এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
জানা গেছে, লন্ডনভিত্তিক সেই শিক্ষাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানটির শাখা রয়েছে সিলেট শহরের জিন্দাবাজারের মিলেনিয়াম শপিংমলে।
এ প্রসঙ্গে শান্তা জাহান বলেন, ‘বেশ কিছু দিন ধরেই প্রতিষ্ঠানটির সঙ্গে আলাপ হয়ে আসছিল। অবশেষে সব আলোচনা শেষে এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলাম। নিঃসন্দেহে আমার অনেক ভালো লাগছে। একজন উপস্থাপিকা হিসেবে নানা বিষয়েই আমাকে জ্ঞান রাখতে হয়, জানা থাকতে হয়। লন্ডনভিত্তিক সিলেটের যে শিক্ষাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছি, আমি তাদের প্রতিষ্ঠানের হয়েই শিক্ষার্থীদের নানা বিষয়ে পরামর্শ দেব।’
তিনি আরও বলেন, ‘এ প্রতিষ্ঠানের মাধ্যমে সহায়তা বা পরামর্শ নিয়ে সহজেই শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশুনা করতে যেতে পারবে। এ মুহূর্তে প্রতিষ্ঠানটি দারুণ এক সুযোগ নিয়ে এলো। যার মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রান্স, মাল্টা, সাইপ্রাস অথবা হাঙ্গেরিতে উচ্চশিক্ষা নিতে পারবেন সহজ প্রক্রিয়ায়। আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত এমন একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে। শিগগিরই এ প্রতিষ্ঠানের প্রচারের কাজে শিক্ষার্থীদের পরামর্শ দিতে সিলেট যাব।’
শান্তা জাহান জানান, এ মুহূর্তে স্টেজ শো খুব কম হচ্ছে। যে কারণে স্টেজ শো ঘিরে ব্যস্ততা আপাতত কম। তবে তিনি নিয়মিত টিভি শো করছেন। আপাতত নাটকে অভিনয়ের আগ্রহ না থাকলেও প্রবল ইচ্ছে রয়েছে তার একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার।
আপনার মতামত লিখুন :