নির্মাতার কল্পনা পর্দায় ফুটিয়ে তোলেন ক্যামেরার পেছনে থাকা দক্ষ চিত্রগ্রাহক। সিনেমাটোগ্রাফারের লেন্স দিয়েই সিনেমা উপভোগ করেন দর্শক। ‘যাও পাখি বলো তারে’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করে হালের ‘জ্বীন ৩’ সিনেমা দিয়ে ফ্রেমের কারুকার্য পর্দায় ফুটিয়ে তুলেছেন সময়ের তরুণ সিনেমাটোগ্রাফার ইসমাইল হোসেন লিটন।
এই চিত্রগ্রাহক ১৯৮৪ সালের ৪ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। লিটনের বাবা রুহুল আমিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে কর্মরত ছিলেন। বাবার হাত ধরেই তিনি ২০০৪ সালে চলচ্চিত্রাঙ্গানে পা রাখেন। চলচ্চিত্রে শুরুর দিক তিনি সান্নিধ্য পান স্বনামধন্য চিত্রগ্রাহক প্রয়াত এম এইচ স্বপনের। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন প্রখ্যাত চিত্রগ্রাহকদের সহকারী হিসাবে কাজ করেছেন।
লিটন দীর্ঘ ১৬ বছর এম এইচ স্বপনের সহকারী হিসাবে কাজ করার পর ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এবং চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমা দিয়ে পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেন।
যদিও একই নির্মাতার ‘জান্নাত’ সিনেমায় আংশিক কাজ করেন। এরপর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ ও ‘আনন্দ অশ্রু’ সিনেমায় কাজ করেছেন লিটন। এ ছাড়াও আরও বেশকিছু সিনেমা, ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মে কাজ করেছেন।
বর্তমানে তার হাতে রয়েছে নির্মাণাধীন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ নামের সিনেমাটি। শিগগিরই কয়েকটি নতুন সিনেমায় যুক্ত হবেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন এই চিত্রগ্রাহক।
লিটন বলেন, ‘এখন টেকনোলজির সময়। যত টেকনোলজির আপডেট ভার্সন ব্যবহার হবে ততই কাজ ভালো হবে। সেই জায়গা থেকে অন্য সব ইন্ডাস্ট্রি থেকে আমরা কিছুটা পিছিয়ে। তারপরও আমাদের যা আছে তা দিয়ে ভালো কিছু উপহার দিচ্ছি। চিত্রগ্রাহকদের লেন্সে নানন্দিক সব সিনেমা উপহার পাচ্ছেন দর্শক।’
শখ থেকে চলচ্চিত্রে নাম লেখিয়ে লিটন এখন ব্যস্ত চিত্রগ্রাহক। তিনি বলেন, ‘বাংলাদেশের বাস্তবতায় সিনেমাটোগ্রাফি নিয়ে সেভাবে পড়াশোনার সুযোগ নেই। এদিকে সরকারিভাবে নজর দেওয়া উচিত।’
চিত্রনাট্য পড়ে লিটনের কাছে বিশ্বাসযোগ্য হলে তবেই তিনি রাজি হন কাজে। এখনকার প্রজন্মের অনেক দর্শক কেবল অভিনয়, গল্প নয়; সিনেমার কারিগরি দিক নিয়েও আলোচনা করেন। এটা তাকে খুব আশাবাদী করে বলেও জানান এই সিনেমাটোগ্রাফার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন