সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৩:০৬ এএম

শিল্পীদের রাজনীতিতে আসা উচিত না

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৩:০৬ এএম

অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ।     ছবি- সংগৃহীত

অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। ছবি- সংগৃহীত

ছোট পর্দার চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। এই অভিনেত্রীর শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও থিতু হয়েছেন অভিনয়ে। এরই মধ্যে সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত দেখা যায় তাকে। কাজ ও সমসাময়িক বিষয়ে স্বর্ণলতা কথা বলেছেন দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রুহুল আমিন ভূঁইয়া।

প্রথমবার

ছোটবেলায় অনেক ইত্যাদি দেখেছি। বলা যায় আমাদের প্রজন্মের প্রিয় অনুষ্ঠান ছিল ইত্যাদি। সে সময় ইত্যাদির তুমুল দর্শকপ্রিয়তা ছিল। তবে কখনো কল্পনাও করিনি আমাকে ইত্যাদিতে দেখা যাবে। প্রথমবারের মতো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করেছি। কাজ করে খুব ভালো লেগেছে। ইত্যাদির মঞ্চে আমাকে বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে। একটি নাটিকাতে জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করেছি। আরফান আহমেদ ভাইকে সাংবাদিক চরিত্রে আমার সাক্ষাৎকার নিতে দেখা যাবে। এবার ইত্যাদির আমাদের অংশটুকু খুব মজা পাবে দর্শক। হানিফ সংকেত খুবই গুণী একজন মানুষ। আর ইত্যাদি নিয়ে ভোলার চরফ্যাশনের মানুষের খুব উত্তেজনা দেখেছি। আশা করছি, এবারের পর্বও দর্শক বেশ উপভোগ করবেন।

ব্যস্ততা

নাটক ঘিরেই মূলত ব্যস্ততা যাচ্ছে। যদিও আগের চেয়ে এখন বেছে বেছে কাজ করছি। আর আমাকে ধারাবাহিক নাটকেই বেশি দেখা যায়। সম্প্রতি আমার অভিনীত নতুন একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনে। কচি খন্দকার পরিচালিত ‘তেল ছাড়া পরোটা’। শিগগিরই কায়সার আহমেদ পরিচালিত ‘রূপনগর’ নামের নতুন একটি ধারাবাহিক প্রচার শুরু হবে। এ ছাড়া বৈশাখী টেলিভিশনে ‘ভাল্লাগেনা’ এবং বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘মাথা গরম ফ্যামিলি’ নামের নাটক।

কী চরিত্রে দেখা যাবে

প্রতিটি ধারাবাহিক নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা আছে। একটির সঙ্গে অন্যটির মিল পাওয়া যাবে না। দর্শকও দেখে বিনোদিত হবে। তা ছাড়া পারিবারিক গল্পে ধারাবাহিকগুলো নির্মিত হয়েছে। সেই সঙ্গে গল্পে রয়েছে বার্তা।

ওটিটিতে দেখা যাবে?

অবশ্যই দেখা যাবে। আমি একজন শিল্পী, সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই। আমার সহকর্মী অনেকেই ওটিটিতে ভালো কাজ করছেন। নিজেকে একটি গ-ির মধ্যে আটকিয়ে রাখতে চাই না। ভালো গল্প ও চরিত্র পেলেই আমিও কাজ করব।

সিনেমা নিয়ে পরিকল্পনা?

সবার মতো আমারও সিনেমায় কাজ করার আগ্রহ আছে। প্রযোজক ও পরিচালকরা আমাকে নিয়ে ভাবলে এবং ভালো চরিত্র পেলে কাজ করব।

শিল্পীদের রাজনীতি করা কীভাবে দেখেন?

আমার মতে শিল্পীদের কখনো রাজনীতি করা উচিত না। একজন শিল্পী সবার। সে নির্দিষ্ট শ্রেণির হতে পারে না। যখনই সে একটি দলের হয়ে যাবে, তখন তার দর্শক ভাগ হয়ে যাবে। ভক্তদের মনে কষ্ট দিতে নেই। তাদের ভালোবাসার জন্যই একজন শিল্পী তারকাখ্যাতি পায়। যখন সেই ভক্তদের ভালোবাসা ভাগ হয়ে যায়, তখন তারকাখ্যাতি আর থাকে না। একটা সময় সেই শিল্পী হারিয়ে যায়। তাই আমাদের শিল্পীদের নিরপেক্ষ থাকা উচিত।

রূপালী বাংলাদেশ

Link copied!