অনেক দিন পর সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একগুচ্ছ সিনেমা। একের পর এক সিনেমা হল বন্ধের খবরেও থেমে নেই নতুন সিনেমা মুক্তি। গেল মাসের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘আমার শেষ কথা’, ‘নন্দিনী’, ‘ফেরেশতে’, ‘বাড়ির নাম শাহানা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘সাবা’ ও ‘উদীয়মান সূর্য’।
তারই ধারাবাহিকতায় আজ দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘বান্ধব’ ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের নতুন দুটি সিনেমা। প্রচারণা ছাড়া অনেকটাই নীরবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমাটি ১০টি প্রেক্ষাগৃহে মুক্তির খবর পাওয়া গেলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত হয়নি ‘বান্ধব’ সিনেমার প্রেক্ষাগৃহের তালিকা।
ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের লাস্যময়ী চিত্রনায়িকা মৌ খান। এই নায়িকা সিনেমাটির প্রচারণায় সরব থাকলেও ভিন্ন চিত্র দেখা যায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার নায়িকাকে।
সম্প্রতি সিনেমাটির চিত্রনায়িকা শিরিন শিলা পরিবারসহ কানাডায় পাড়ি জমিয়েছেন। সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও প্রচারণায় নীরব রয়েছেন তিনি। নিজের ফেসবুকেও করছেন না প্রচারণা। ঠিক কি কারণে নীরব রয়েছেন বিদেশে অবস্থান করায় তা জানা যায়নি।
জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে পাঁচ দিনের শুটিংয়ের কথা বলে কোনোমতে দুই দিন শুটিং করে ঢাকায় ফেরার পথে ইউনিটের সবাইকে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার পরিচালক নাসিম সাহনিকের বিরুদ্ধে। এরপর জটিলতা কাটিয়ে সিনেমার শুটিং শেষ হলেও অনেকে শিল্পীই পারিশ্রমিক পাবেন বলে সূত্রের খরব। যে কারণে প্রচারণায় নীরব এই সিনেমার নায়িকাসহ সংশ্লিষ্টরা। যদিও তারা সরাসরি এ বিষয়ে মুখ খুলছেন না। তবে পরিচালকের দাবি, কেউ পারিশ্রমিক পাবেন না।
অপ্রত্যাশিত হলেও সত্যি, সিনেমাটির প্রচার-প্রচারণায় নেই ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার অভিনয়শিল্পীরা। পরিচালক একাই করে গেছেন কাজটি।
তবে সেই দিক দিয়ে সরব রয়েছেন মৌ খান। তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘এই সিনেমাটি আমার অনেক পছন্দের একটি কাজ। সিনেমাটির জন্য নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এবারই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। এতদিন সিনেমাটির অপেক্ষায় ছিলাম। অবশেষে অপেক্ষার অবসান। আশা করি, সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’
‘বান্ধব’-এর পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি দিতে দেরি হয়ে গেল। আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছিলাম কয়েক বছর আগে। এর গল্প খুব টাচি, মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। আমরা তো পুরোনো সিনেমা প্রিয় হলেও বারবার দেখি। আমার মনে হয়, দর্শক সিনেমাটি পছন্দ করবে এবং একে অন্যকে বলবে দেখার জন্য।’
‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার নির্মাতা নাসিম সাহনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘একাই প্রচারণা করছি। খুব ভালো হতো আমার শিল্পীরা যদি সহযোগিতা করতেন। অনেককে বলেছি, তারা সাড়া দেননি। কায়েস আরজু, শিরিন শিলা, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, মুকিত জাকারিয়াসহ অনেকেই আছেন সিনেমাতে। শেষ সময়ে এসে তাদের কাউকে পাইনি। কি করার বলেন! নিজে একটা টিম করে প্রচারণাটা করছি।’
কুয়াকাটা সমুদ্রসৈকত ঘিরে নির্মিত ট্রাভেল অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা ‘ব্যাচেলর ইন ট্রিপ’-এ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ।
অন্যদিকে, ‘বান্ধব’ সিনেমায় মৌ খান ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান প্রমুখ। এতে পাঁচটি গান রয়েছে। যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।