প্রেম কখনো হাসায়, কখনো কাঁদায়। জীবনকে করে দুর্বিষহ, আবার কখনো গড়ে তোলে পাহাড়সম শক্ত ভিতে। নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের রচনা ও নির্মাতা মো. ফাহাদের পরিচালনায় এমনই রহস্যময় গল্পে নির্মিত হয়েছে বিশেষ ফিকশন ‘প্রেম আমার’। ফিকশনটিতে অভিনয় করেছেন শিবলী নোমান, সুমাইয়া অর্পা, সাহেলা আক্তার, কাজী রাজু, ফরিদ হোসেন, ফাহমিদা তৃষা প্রমুখ।
ফিকশন প্রসঙ্গে পরিচালক মো. ফাহাদ বলেন, ‘ভালোবাসা ছাড়া জীবন তার আসল সৌন্দর্য খুঁজে পায় না। উঠতি বয়সের আবেগ-উদ্দীপনা যেন অথৈই সাগরের ঢেউয়ের মতোই লাফিয়ে উঠে। মন থাকে বাঁধনহারা, আকাশের পাখির মতোই উড়ে বেড়ায়। কল্পনার রঙে ঘুরতে থাকে নাটাই ছাড়া। গল্পটি এক কথায় খুবই হৃদয়স্পর্শী।’
ফরিদুল ইসলাম রুবেলে বলেন, ‘সত্যিকারের প্রেমে কোনো অপরাধবোধ থাকে না। থাকে শুধু উচ্চাকাক্সক্ষা, পাওয়া না পাওয়ার হিসাব-নিকাশ। ভালোবাসা লালন করে কত ইতিহাসই রচিত হলো। যা আজও অমর হয়ে আছে। তেমনই গল্প প্রেম আমার।’ জানা গেছে, শিগগিরই নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।