ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ধর্ম যার যার রাষ্ট্র সবার : মাহমুদ হাসান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০১:৫৯ এএম
ছবি- রূপালী বাংলাদেশ।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, কোনো সংখ্যাগুরু বা সংখ্যালঘু বুঝি না, সবাই আমার ভাই এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এসব কথা বলেন।

মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয়— আমরা বাংলাদেশের মানুষ।

তিনি আরও বলেন, ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকেন।

এ সময় জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।