ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

দুপচাঁচিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১০:২২ পিএম
ডাকাতি। প্রতীকি ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে প্রায় ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলেও অভিযোগ ডাকাতদলের বিরুদ্ধে।

 বুধবার (১ অক্টোবর)  রাতে উপজেলার তালোড়া ইউনিয়নের দেবখন্ড মধ্যপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘঠে।

ভুক্তভোগী বাড়ির মালিক ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, গতকাল রাত আনুমানিক ২টার দিকে তার স্ত্রী সান্নু মল্লিকা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এ সময় বাড়ির ভেতরে অপরিচিত এক ব্যক্তিকে দেখতে পান এবং চিৎকার করেন। সঙ্গে সঙ্গে আরও ১০–১২ জন ডাকাত তাকে ঘরের ভেতরে টেনে নিয়ে যায়।

ডাকাতরা জাহিদুল ইসলামের হাত-পা বেঁধে তার গলায় ছুরি ঠেকান। এ সময় পরিবারের সব সদস্যকে একটি কক্ষে একত্রিত করে রাখে। এরপর তারা বাড়ির পাঁচটি ঘরের আসবাবপত্র তছনছ করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।

এ বিষয়ে তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম বলেন, ‘আমি ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ডাকাতদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।