বেশ কিছুদিন ধরে দেশের বাইরে আছেন ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর ফাঁকেই একেক দিন একেক সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন লুকে, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায়। প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মাঝে আলাদা সাড়া ফেলেছে।
সম্প্রতি সমুদ্রতীরে ফ্রেমবন্দি হয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী। কালো ব্রালেট আর মিনি র্যাপ স্কার্ট পরেছেন তিনি। নীল সমুদ্রের পটভূমিতে ফারিয়ার ছেড়ে রাখা চুল, হাসি, পোজ ও উপস্থিতিতে ফুটে উঠেছে তার স্বাভাবিক আত্মবিশ্বাস।
এমন সময় দূর দেশ থেকে সতর্ক করলেন ফারিয়া। সবার দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটি সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।’
এরপর যোগাযোগ করা হলে এই অভিনেত্রী রূপালী বাংলাদেশকে বলেন, ‘দেশের বাইরে কাজে এসেছি। কাজই নিয়েই ব্যস্ত সময় কাটছে। এমন সময় এ ধরনের বিষয় পীড়া দেয়। বিষয়টি নজরে আসতেই সবাইকে দায়িত্ববোধের জায়গা থেকে সতর্ক করেছি।’
ফিরবেন কবে জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, ‘অচিরেই ফিরব। নতুন কাজ নিয়েও কথা হচ্ছে। ফিরেই নতুন কাজ শুরু করব। গান নিয়েও নতুন করে ভাবছি। সময় হলে সবকিছু জানাব।’
অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ- সবখানেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নুসরাত ফারিয়া। সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব অভিনেত্রী।
সর্বশেষ নুসরাত ফারিয়াকে ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা যায়। এতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা আব্দুন নূর সজল। সিনেমার ‘কন্যা’ গানটি ফারিয়ার উপস্থিতি বেশ প্রশংসিত হয়েছে।