নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল। ‘দূর্বার’ শিরোনামের এ সিনেমা দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন তারা। দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক কামরুল হাসান ফুয়াদ। এটি পরিচালকের প্রথম সিনেমা।
জানা গেছে, মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্পের এ সিনেমাটিতে থাকবে রোমান্স এবং ড্রামার মিশেল। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন, সাঞ্জু জন। আগামী ১৬ ডিসেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে। তবে শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেওয়ার কথা আছে তাদের।
পরিচালক ফুয়াদ বলেন, ‘মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্প, সঙ্গে রোমান্স তো থাকবেই। এরকম একটা গল্প চুজ করেছি যেটা প্রেক্ষাগৃহের দর্শক এবং ওটিটির, সবারই পছন্দ হয়। এখন প্রি-প্রোডাকশন চলছে, একইসঙ্গে চলছে রিহার্সেল। সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।’
জানা গেছে, রাজধানী ঢাকা ছাড়াও সিনেমাটির শুটিং হবে রাজশাহী এবং নেপালে। সিনেমাতে তিনটি গান থাকবে। গানগুলো গাইবে ইমরান মাহমুদুল, কনা, বেলাল খান। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক।
এর আগে দুই শতাধিক ফিকশন এবং অর্ধ শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন কামরুল হাসান ফুয়াদ। গেল বছর প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে ‘দেয়াল’ এবং চলতি বছরের মাঝামাঝিতে নিরব হোসাইনকে নিয়ে ‘দেশ’ সিনেমায় কাজ করার ঘোষণা দেন তিনি। তবে সবার আগে শুটিংয়ে গড়াচ্ছে ‘দূর্বার’। এটি শেষে এরপর ‘দেশ’ এবং তারপর ‘দেয়াল’-এর কাজ শুরু করবেন।
এদিকে, আব্দুন নূর সজল কিছুদিন আগেই শেষ করেছেন রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এখনো সিনেমার গানের শুটিং বাকি। সবকিছু ঠিক থাকলে এ সিনেমাটিও আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।
অন্যদিকে, বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘সিক্রেট’ নামে আরেক সিনেমায় অভিনয় করবেন অপু বিশ্বাস। এতে অপুর নায়ক আদর আজাদ। দূর্বার’র কাজ শেষ হওয়ার পর ‘সিক্রেট’ সিনেমার শুটিং শুরু করবেন অপু।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন