শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মেজাম্মেল হক আলম, লাকসাম

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১২:২৯ এএম

লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

সভাপতি পদে দেখতে চায় আলহাজ মজির আহমেদকে

মেজাম্মেল হক আলম, লাকসাম

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১২:২৯ এএম

সভাপতি পদে দেখতে চায় আলহাজ মজির আহমেদকে

লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে লাকসামে। সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোস্টার, লিফলেট ছড়িয়ে পড়েছে পৌর এলাকার প্রতিটি কোণায়। সভাপতি পদে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লাকসাম উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান, ভাইয়া গ্রুপের পরিচালক, বিএনপির প্রবীণ নেতা আলহাজ মজির আহমেদ। তার নেতৃত্বগুণ, জনপ্রিয়তা এবং দলের প্রতি অবদানের কারণে অনেক কাউন্সিলরই তাকে সভাপতি পদে দেখতে চান বলে জানিয়েছেন।

জানা গেছে, চলতি বছরের ২৯ মার্চ লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। কমিটি অনুমোদনের পর ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ড বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়েছে।

পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির কমিটি গঠন শেষ হওয়ায় যেকোনো সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী হিসেবে একাধিক রাজনীতিকের নাম শোনা গেলেও সবচেয়ে বেশি আলোচিত আলহাজ মজির আহমদ। তিনি ইতোপূর্বে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লাকসাম পৌরসভার সাবেক চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে উন্নয়ন কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখেছিলেন। এ ছাড়াও তিনি লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাড়াও দলের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং বর্তমানেও দায়িত্বে রয়েছেন। 

আসন্ন লাকসাম পৌরসভার সম্মেলনে সর্বমোট কাউন্সিলর ৬৩৯ জন। সম্মেলনে তারা গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার কথা রয়েছে। বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলর সঙ্গে কথা হলে তারা জানান, বিএনপি গণতান্ত্রিক দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হচ্ছে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন।

লাকসাম পৌরসভা একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট। আমরা চাই এখানে কোনো কমিটি চাপিয়ে না দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হোক। এক্ষেত্রে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আবুল কালাম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কার্যকর উদ্যোগ নেবেন বলে আমরা প্রত্যাশা করি।  

কাউন্সিলরদের সঙ্গে কথা কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনে সভাপতি হিসেবে মজির আহমদকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে দেখতে চান। তাদের মতে, মজির আহমদ লাকসামের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তি। পৌরসভায় তার ব্যক্তি ইমেজ ও নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তিনি সর্বদা লাকসামে অবস্থান করায় সুখে-দুঃখে নেতা-কর্মীরা তাকে পাশে পাবেন। এসব বিবেচনায় তাকে সভাপতি চান কাউন্সিলররা। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ কাউন্সিল হলে মজির আহমদ বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হবেন বলে তারা মত দেন। 

লাকসাম পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী মজির আহমদের সঙ্গে কথা হলে তিনি জানান, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক ও জনপ্রিয় দল। গণতন্ত্রের বিকাশে দলের চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোসহীন থাকার কারণেই আন্তর্জাতিক পরিম-লে তিনি প্রশংসিত নেত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও চান সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের প্রত্যক্ত ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হোক। 

তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন লাকসাম পৌরসভা বিএনপির কাউন্সিলর কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এক্ষেত্রে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ভাই কার্যকর পদক্ষেপ নেবেন-ইনশাআল্লাহ। আসন্ন সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হিসেবে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি পদে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে লাকসাম পৌরসভা বিএনপিকে অতীতের যেকোনো সময়ের চেয়ে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে কাজ করে যাব- ইনশাআল্লাহ।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!