‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নেত্রকোনা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (রোববার) অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চল সংগঠক প্রীতম সোহাগ, যুগ্ম সমন্বয়ক শেখ জামাল, সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ অন্য নেতারা। বক্তারা জানান, আজ (রোববার) সকাল ১০টায় শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে একই স্থানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। এটি একটি শান্তিপূর্ণ কর্মসূচি। এ সময় তারা নেত্রকোনাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।