ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

প্রশিক্ষণ কর্মশালা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:৫৭ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কয়কীর্তন এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য এবং সাংগঠনিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মাকসুদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আলোচনা করেন সংগঠনটির সহকারী মহাসচিব এ কে এম আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী প্রমুখ।