কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা আয়োজিত স্কলারশিপে বহির্বিশ্বে পড়তে যাওয়ার গুরুত্ব ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা কমপ্লেক্স এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৫ সালে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৫ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তা’লীমে হিজবুল্লাহ আমির ও সোনাকান্দা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান। বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সভাপতি পীরজাদা আবুজর মোহাম্মদ শামসুদ্দোহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইডিপি এডুকেশন ম্যানেজার রুহুল আমিন সা’দ।