নাটোরের সিংড়ায় এসএসসি ও দাখিল সমমনা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এমরান ফরহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আল আমিনের পরিচালনায় বক্তব্য দেন, প্রধান অতিথির বক্তব্যে দেন, নাটোর-৩ সিংড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন। আরও বক্তব্য দেন, শিবিরের সাবেক জেলা সভাপতি আফতাব আলী, জেলা সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি আবু সাইদ রনি, উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ, সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, শিবির নেতা আবু ত্বহা প্রমুখ। সভায় বক্তারা সুদ, ঘুষ, জেনা, ব্যাভিচার, দুর্নীতিমুক্ত দেশ গঠনে, আগামী দিনে ইসলামি সমাজ বিনির্মাণে সবাইকে ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।