পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ, যৌতুক নিরোধ ও আত্মহত্যা প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শেখ মো. জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে ইয়াসীন সাদেক বলেন, ‘বাল্যবিবাহ, যৌতুক ও আত্মহত্যা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব প্রতিরোধ করতে হলে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালাতে হবে। এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই সমাজ থেকে এসব অন্যায়-অনিয়ম দূর করা সম্ভব।’