ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বাল্যবিয়ে করতে এসে কারাগারে বর

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৭:২৯ এএম

পাবনার বেড়ায় বাল্যবিয়ে করতে যাওয়া বরকে ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের সাজা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কৈটোলা ইউনিয়নের বেঙ্গালিয়া গ্রামে সাজাপ্রাপ্ত বরের নাম শরিফুল ইসলাম (২৫)। তিনি উপজেলার কৈটোলা ইউনিয়নের শিংহাসন গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেঙ্গালিয়া গ্রামে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে স্ত্রী তাদের সাড়ে ১৩ বছরের মেয়ের বিয়ের আয়োজন করে। গত বৃহস্পতিবার রাতে ছেলেপক্ষ বিয়ের জন্য মেয়ের বাড়িতে হাজির হলে মেয়ের বাবা বিষয়টি বেড়া মডেল থানায় জানান। খবর পেয়ে পুলিশ কনের বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে ছেলে শরিফুল ইসলামকে আটক করে।

পরে বর শরিফুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম স^াক্ষ্য-প্রমাণ শেষে শরিফুলকে দুই মাসের বিনাশ্রম কারাদ-ের রায় দেন।

বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দিয়ে বর শরিফুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত দুই মাসের বিনাশ্রম সাজা দিলে পরে শরিফুলকে কারাগারে পাঠানো হয়।

ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি বাল্যবিবাহ বন্ধে সবার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।