চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। গতকাল শুক্রবার উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দুর্লভপুর ও মনাকষা এলাকার বানভাসী পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ১ হাজার ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বানভাসী পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিঁড়া, ১ কেজি তেল ও আধা কেজি গুড় রয়েছে। এ সময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।