বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের সামনে এক নারীর দুই স্বামীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধারালো ক্ষুরের আঘাতে বর্তমান স্বামী মো. মামুন (৩২) গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টায় হাসপাতালের পঞ্চমতলায় শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় মামুনকে দ্রুত আনসার সদস্যরা উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করান। আহত মামুন জেলার শেরপুর উপজেলার শংকরহাটা এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, মামুনের স্ত্রী মোছা. ফেরদৌসীর ৪ মাস আগে প্রথম স্বামী শেরপুর কৃষি অফিসের গাড়িচালক মো. রাসেল (৩২) সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মাস আগে ফেরদৌসী দ্বিতীয়বারের মতো মামুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গতকাল রোববার সকালে ফেরদৌসী ও মামুন হাসপাতালে ফেরদৌসীর বড় বোনের অসুস্থ সন্তানকে দেখতে গেলে হঠাৎ সেখানে হাজির হন তার প্রাক্তন স্বামী রাসেল। এ সময় প্রাক্তন স্বামী ও বর্তমান স্বামীর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাসেল প্রতিদ্বন্দ্বী মামুনকে ধারালো ক্ষুর দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
শহিদ জিয়াউর রহমান মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মামুন হাসপাতালে চিকিৎসাধীন। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।