শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিন্ডিকেট, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবায় নানা অনিয়ম চলছে, যা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। তারা দ্রুত এসব অনিয়ম বন্ধ ও সুষ্ঠু সেবা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।