ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মরদেহ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:০৬ এএম
মরদেহ

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারাপাড়ায় শিপন মাতুব্বরের ঘরের খাটের উপর থেকে শাহজাহান মাতুব্বর নামের এক কলেজ অফিস সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধা ৬টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি মো. আতাউর রহমান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। নিহতের বাড়ি একই এলাকা ইউসুফদিয়া গ্রামে। সে মৃত রুহুল আমীনের ছেলে ও সালথার নবকাম পল্লী কলেজের অফিস সহকারী। স্থানীয়রা জানান, তারা শিপনের ঘরের মধ্যে বিছানার ওপরে শাজাহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তারা জানান, ঘটনাটি হত্যাকা- নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।